ছোট্ট পুপুল তার মা আলোকে মিস করে। সে তার বাবা আকাশকে ঘৃণা করে এবং তাকে তার মায়ের মৃত্যুর জন্য দায়ী করে। এদিকে আলোর আত্মা পুপুলকে সবসময় অপরাধীদের হাত থেকে রক্ষা করে চলেছে।