রঞ্জা যে আহিরকে ঘরে আটকেছিল তা বুঝে একাকী রঞ্জাকে শাসন করে আহির। এদিকে আদিত্যর জেরার মুখে পড়ে মুখ বন্ধ করে থাকে আহির। আহিরের অপমান সহ্য করতে না পেরে, রঞ্জাকে টানতে টানতে সকলের সামনে নিয়ে আসে পিলু।