উইকেটে বোঁদে, বলে নন্টে, ব্যাটে জিশান। বল ব্যাটে লেগে আকাশে, ক্যাচ লোফে সর্বজয়া। এরপর জয়া ব্যাটে নামলে, বল কাঁচের জানলা ভেঙে বৃন্দার বেডরুমে। বাড়ি আসলে বৃন্দা ও জয়ার বাংলা ও হিন্দিতে তর্ক বাঁধে।