কল্যাণী পিলুকে ফোন করলে, সেই ফোন ধরে আদিত্য। সানাইঝুড়ি ফিরে পিলু তার মাকে আর দাদুকে জানায় সে পণ্ডিত আদিত্যনারায়ণ মুখোপাধ্যায়ের বাড়ি গিয়েছিল। এদিকে সুরমন্ডল কিনতে রাতে সানাইঝুড়ি পৌঁছায় আহির।