গুণ্ডাদের দেখে মুকুটকে নিয়ে লোকায় দোল। লুকিয়ে রায়ানের গাড়িতে উঠে পড়ে মুকুট। বিলাস-শ্রেয়ান মুকুটকে তাড়াতে চাইলে সব বলে বাঁধা দেয় দোল। রায়ানের ডাকে রায়চৌধুরীবাড়িতে পুলিশ আসে। পুলিশের সাথে থানায় যায় দোল।