শাস্তি স্বরূপ ঘর পরিষ্কার করতে গিয়ে পরিত্যক্ত বাদ্যযন্ত্র সারিয়ে প্রশংসিত হয় পিলু। পরদিন ভোর চারটেয় আহিরের সাথে শুরু হয় পিলুর রেওয়াজ। পিলুর কণ্ঠে মুগ্ধ আদিত্য। ক্ষোভ ও ঈর্ষায় পিলুকে চড় মারে রঞ্জা।