নিমকি ফুলকি
নিমকি ফুলকি ,ভীষণ দুষ্টু বোনের গল্প। নিমকি ও ফুলকি দুই বোন একজন টমবয় ধরণের আরেকজন তাকে অনুসরণ করে তার পথেই চলে। তারা গ্রামে হওয়া অন্যায়ের বিরুদ্ধে লড়ে। গ্রামের দুজন ধনী বৃদ্ধ মানুষ ছিল যারা গ্রামের মানুষদের প্রতারণা করতো। ওই বৃদ্ধ লোক দুটি নিমকি ফুলকি এর নাম তাদের বাবা মায়ের কাছে নালিশ করে , ও তাদেরকে বিয়ে করার প্রস্তাব দেয়।বয়সে দ্বিগুন বড় হওয়া সত্ত্বেও বাবা মা তার মেয়েদের ভবিষ্যতের কথা ভেবে এই বিয়েতে রাজি হয়ে যায়। তারা প্রতিবাদ করা সত্বেও বিয়েতে রাজি হয় কিন্তু বিয়ের দিন তারা বিয়ে মণ্ডপ থেকে পালায়। তারা পালিয়ে কলকাতা শহরে এসে পৌঁছায়। এরপর নিজেরা চাকরি করে নিজেদের পায়ে দাঁড়ায়। নিমকি ফুলকি-এর বাবা মা কি তাদের খুঁজে পাবে ?
Details About নিমকি ফুলকি Movie:
Movie Released Date | 9 Apr 2017 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|
Keypoints about Nimki Phulki:
1. Total Movie Duration: 1h 57m
2. Audio Language: Bengali