মিষ্টিকে বাঁচাতে গিয়ে হাতে চোট পায় উমা। অভিমন্যু উমার হাতে ওষুধ লাগিয়ে দেয়। ওদিকে, উমাকে নিয়ে দুশ্চিন্তা করে কান্নাকাটি করে সুতপা। অভিমন্যুর ফোন থেকে বাড়িতে ফোন করে নিজের খবর জানায় উমা।