নীলু সকলকে বলে সে একটা ছেলেকে ভালোবেসে তার ফাঁদে পা দিয়েছিল। সে এর বিহিত করতে চায়। নীলুকে সমর্থন করে রাই। সে বাড়ির সকলকে বুঝিয়ে বলে। রাইকে আশীর্বাদের জন্য প্রস্তুত করে তার দুই বোন।